রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১১:৫৫ এএম

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১১:৫৫ এএম

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. ওবায়দুল (২৩) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। 

রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা ।

জানা গেছে, নিহত যুবক উপজেলার যাদবপুর সীমান্তবর্তী গ্রাম মধুপুরের হানিফ আলীর ছেলে ওবায়দুল (২৩)। তিনি পেশায় একজন কৃষক। গতকাল রাতে বের হয়ে তিনি এখনও বাড়ি ফেরেননি বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বিএসএফ সদস্যরা ওবায়দুলকে গুলি করে হত্যা করেছে।

তবে, ৫৮ বিজিবির কোম্পানী কমান্ডার (সিও) কর্নেল রফিক জানান, ভারতের ২শ’ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে আছে এমন খবর শুনেছেন তারা। তবে সেটি বাংলাদেশি কারও কি না তা এখনই বলা যাচ্ছে না।

বিএসএফের বরাতে তিনি জানান, ভারতীয় পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। যাচাই-বাছাইয়ের পর মরদেহটি বাংলাদেশি নাকি ভারতীয় সেটি জানা যাবে।

স্থানীয়রা জানায়, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে আজ সকালে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, একজনের মরদেহ পড়ে আছে এমন খবর জানি । তবে সেটি বাংলাদেশি কারও নাকি ভারতীয় তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রূপালী বাংলাদেশ

Link copied!