কাশ্মীরের ভারতশাসিত অংশে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারত। এর জেরে দুই দেশের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান অনেকটাই নিরপেক্ষ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, বাংলাদেশ চায় না ভারত-পাকিস্তানের মধ্যে কোনো সংঘর্ষ হোক। বরং আলাপ-আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধান হোক।
রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। আমরা জানি, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাতময় সম্পর্ক রয়েছে। আমরা চাই না, এখানে কোনো নতুন সংঘাত তৈরি হোক, যা এই অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হতে পারে।
তিনি জানান, ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ চায় তারা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক।
তৌহিদ হোসেন বলেন, আমরা দেখেছি, দু-একটি দেশ থেকে ইতোমধ্যে মধ্যস্থতার প্রস্তাব এসেছে। এখন সেটা আলাপ-আলোচনায় হোক বা মধ্যস্থতার মাধ্যমে যেভাবেই হোক, আমরা চাই সংকটের দ্রুত সমাধান হোক।
বাংলাদেশ কি এ সংকট নিরসনে মধ্যস্থতার ভূমিকা রাখতে আগ্রহী জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যদি কোনো প্রস্তাব পাই, তবে তা বিবেচনা করবো। তবে বাংলাদেশ আগ বাড়িয়ে কোনো ভূমিকা রাখতে আগ্রহী নয়।
উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে। এর জেরে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে বাণিজ্য স্থগিত, চুক্তি বাতিলসহ পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, ফলে অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।
আপনার মতামত লিখুন :