বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোদি সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বিএসআইএস)।
রোববার (২৭ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের আইসিটি খাতে সহযোগিতা বাড়ানো এবং সম্পর্ক আরও শক্তিশালী করা।
আইসিটি খাতে দক্ষতা বিনিময়, কৌশলগত কাঠামো তৈরি এবং নীতিমালার সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। দুই দেশের মধ্যে আইসিটি সম্পর্ককে আরও উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে উভয় পক্ষই অভিমত ব্যক্ত করেন।
বিএসআইএস অ্যাসোসিয়েট কমিটির চেয়ারম্যান, জনাব রাফেল কবির বৈঠকে সভাপতিত্ব করেন। বিএসআইএস অ্যাসোসিয়েট কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফৌজিয়া নিহগার সুলতানা (অর্থ), এমরুল কায়েস পরাগ (প্রশাসন), রওশন কামাল জেমস (সদস্য), এবং মো. মোস্তাইন বিল্লাহ (সদস্য)। তাঁরা সক্রিয়ভাবে বৈঠকে অংশ নিয়ে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ও ধারণা শেয়ার করেন।
এছাড়া, শ্রীলঙ্কার হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) মিসেস শ্রীমালি জয়রত্না এবং বিএসআইএস-এর স্টেকহোল্ডার রিলেশনস বিভাগের সহকারী ম্যানেজার মিসেস ফারাহ জাবিন আহমেদও বৈঠকে উপস্থিত ছিলেন।
এই বৈঠকটি দুই দেশের আইসিটি খাতের মধ্যে এক নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের পথ উন্মুক্ত করবে।
আপনার মতামত লিখুন :