ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জে পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, শিক্ষকের কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৯:১৯ পিএম
অভিযুক্ত শিক্ষক মো. আবদুল হালিম। ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চলমান দাখিল পরীক্ষার কেন্দ্রে অনিয়মের অভিযোগে মো. আবদুল হালিম (৪৮) নামের এক শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ এপ্রিল) উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আবদুল হালিম পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চকদিঘা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।

পাকুন্দিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথমপত্র পরীক্ষাকালে মো. আবদুল হালিম কেন্দ্র থেকে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাকে হাতেনাতে আটক করেন।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ড দেয়।

বাংলাদেশ দণ্ডবিধি ১৮৮ ধারায় অভিযুক্তকে ২০০ টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।