বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টার পর ইসির একটি সূত্র রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছে।
পরে ইসির প্রকাশিত গেজেটের কপিটিও পাওয়া যায়।
নির্বাচন কমিশনের (ইসি) আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদের দেওয়া গেজেটে বলা হয়, ‘বিজ্ঞ নির্বাচনি ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ, ১ম আদালত, ঢাকা এ দায়েরকৃত নির্বাচনি মামলা নং-১৫/২০২০ এর ২৭ মার্চ ২০২৫ তারিখের আদেশে ০১/০২/২০২০ তারিখে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ‘নৌকা’ প্রতীক এর প্রার্থী জনাব শেখ ফজলে নুর তাপস-কে নির্বাচিত ঘোষণা বাতিল করে ‘ধানের শীষ' প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করায় এতদ্বারা নির্বাচন কমিশন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত ১৯৯৩ নং পৃষ্ঠার ১নং কলামের ১নং ক্রমিকের বিপরীতে ২নং কলামে বর্ণিত শেখ ফজলে নূর তাপস, পিতা- মরহুম শেখ ফজলুল হক মনি, বাড়ী নং ৭০, সড়ক নং ১৮, ব্লক-জে, বনানী, ঢাকা-১২১৩' এর পরিবর্তে ইশরাক হোসেন, পিতা- সাদেক হোসেন খোকা, ঠিকানা- ৪/১, গোপীবাগ ২য় লেন, ওয়ারী টি, এস, ও ১২০৩, মতিঝিল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা এবং ৩নং কলামে বর্ণিত ‘বাংলাদেশ আওয়ামী লীগ' এর পরিবর্তে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বি.এন.পি’ শব্দ ও চিহ্নসমূহ প্রতিস্থাপন করিলেন।’
এর আগে গত ২৭ মার্চ, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আদালত ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম ওই রায় ঘোষণা করেন।
ওই রায়ে বলা হয়, নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মেয়র পদে সরকারের গেজেট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
জানা গেছে, ২০২০ সালের ৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে নির্বাচন ও ফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।
রায়ের পর ইশরাক হোসেনের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাচন বাতিলের আবেদন করেছিলাম। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। পরদিন ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভোটের গেজেট প্রকাশ করে। তারা শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।