৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে আন্দোলনরতদের উদ্দেশে পিএসসির এক প্রতিনিধি এ ঘোষণা দেন।
পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে অবস্থান নেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে আলোচনায় বসেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ, পিএসসির প্রতিনিধি ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।
প্রসঙ্গত, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলন শুরু করেন চাকরিপ্রত্যাশীরা।