ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৮:১৭ এএম
ঢাকার ফিরেছেন প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

কাতার সফর ও সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন  অন্তর্বর্তীকালীন সরকারের  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (২৮ এপ্রিল) রাত ৩টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, রোববার দুপুর দেড়টায় তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় শনিবার, যেখানে বিশ্বের নানা দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন ড. ইউনূসও।

পোপের শেষকৃত্যে অংশ নেওয়ার আগে তিনি শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান। এরপর রোমে অবস্থানকালে তার সঙ্গে বৈঠক করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই কার্ডিনাল—সিলভানো মারিয়া তোমাসি এবং জ্যাকব কুভাকাড।

বৈঠকে কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের দারিদ্র্য বিমোচনে অবদান ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠনের স্বপ্নের কথা স্মরণ করেন। সেইসঙ্গে ড. ইউনূসের দীর্ঘদিনের সামাজিক কাজের জন্য তাকে ধন্যবাদ জানান। তারা বলেন, পোপ ইউনূসকে শুধু একজন বন্ধু হিসেবে নয়, বরং দারিদ্র্যবিরোধী আন্দোলনের বিশ্বজুড়ে অন্যতম প্রধান সহযোগী হিসেবে মনে করতেন।

ড. ইউনূসও এই সময় পোপের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘পোপ ছিলেন এমন একজন নেতা, যিনি সব ধর্মের মানুষকে আপন করে নিতে পারতেন। তার মানবিক নেতৃত্ব আজও অনুপ্রেরণা হয়ে রয়ে গেছে।’

শনিবার ভ্যাটিকানে জাতিসংঘ অফিসের সাবেক স্থায়ী পর্যবেক্ষক কার্ডিনাল তোমাসি ড. ইউনূসের সঙ্গে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, রোমে ইউনূসের হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল কুভাকাড। তিনি জানান, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে। এই আয়োজনে বিভিন্ন ধর্মের নেতারা অংশগ্রহণ করবেন বলে জানানো হয়।