মানুষের ঐক্যের মধ্যদিয়েই বাংলাদেশকে নতুন বাংলাদেশে নিয়ে যেতে হবে। ক্ষমতার বিন্যাসের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা ও বাংলাদেশ জাগ্রত হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
সোমবার (২৮ এপ্রিল) সংস্কার প্রস্তাব নিয়ে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে গণঅধিকার পরিষদের বৈঠকের এ কথা বলেন তিনি।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বিগত শাসনামলে বাংলাদেশের মানুষ নির্যাতিত-নিষ্পেষিত হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন তাদের শাসনামলে এমন দুঃশাসন কায়েম করতে না পারে তা আমরা চাই।
দেশ-জাতির বৃহত্তর স্বার্থে এ সংস্কার বাস্তবায়ন করতে হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, যেকোনো মূল্যে সর্বমতের ভিত্তিতে যেসব সংস্কার নির্ধারিত হবে, তা এ অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে।