ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাকের গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। তারা স্বাধীনভাবে গেজেট প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, ইসি তাদের সাংবিধানিক অধিকারের মাধ্যমেই গেজেট প্রকাশ করেছে।
এ সময় মেজর সিনহা হত্যা মামলা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, হাইকোর্ট স্বাধীনভাবে কাজ করছে। ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা সরকার করেনি। কেউ কেউ ব্যক্তি স্বার্থে মামলা করছে। তাদের মুখোশ উন্মোচন করা উচিত বলেও মনে করেন তিনি।
তিনি জানান, হাইকোর্ট যেসব মামলা সেখানে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার সুযোগ নেই। উচ্চ আদালতের ওপর হস্তক্ষেপের কোনো সুযোগ নেই আইন মন্ত্রণালয়ের। বিচার বিভাগ স্বাধীনভাবেই চলবে।
দেশে প্রতি বছর ৫ লাখ মামলা হয়। মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। যারা উদ্দেশ্য ও হয়রানিমূলক মামলা করছে তাদের বিষয়ে সরকার নজর রাখছে।
পরে আইন ও বিচার, আইন, বিচার ও সংসদবিষয়ক সচিব শেখ আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা অর্জন ও কিছু শূন্যতা তুলে ধরেন আইন সচিব আবু তাহের।
আপনার মতামত লিখুন :