বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সচিবের দপ্তরে ঘণ্টাখানেক অবস্থান করেন পাকিস্তানের হাইকমিশনার। পরে দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি আলোচনা নিয়ে কিছুই বলেননি।
[46031
এ ছাড়া এ বিষয়ে এখনো কোনো বক্তব্যও দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের পক্ষে বাংলাদেশ। দেশ দুটি চাইলে বাংলাদেশ তাদের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। তবে তার আগে কিছু করার পক্ষে নয় ঢাকা।
আপনার মতামত লিখুন :