মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৯:৫১ পিএম

তাইজুল বিশ্বের আন্ডাররেটেড বোলার : তামিম

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৯:৫১ পিএম

তাইজুল বিশ্বের আন্ডাররেটেড বোলার : তামিম

ছবি: সংগৃহীত

টেস্ট তাইজুল ইসলাম যখন ২০০ উইকেট নিয়েছিলেন, তখন তামিম ইকবাল বলেছিলেন, ‘যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান পায় না তাইজুল ইসলাম।’

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে তাইজুল তার ক্যারিয়ারের ১৬তম ফাইফারের দেখা পান। ১৬তম ফাইফার পাওয়ার পর তাইজুলকে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার হিসেবে অভিহিত করেন তামিম। 

প্রথম দিনের খেলা শেষে তাইজুলকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে তামিম লিখেছেন, ‘এ মুহূর্তে সে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। এখনকার অন্যান্য বোলারের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথা বুঝতে পারবেন। আরও একবার পাঁচ উইকেট, দারুণ করেছ তাইজুল।’

তামিমের কাছে তাইজুল বরাবরই প্রিয়পাত্র। তিনি যখন জাতীয় দলের অধিনায়ক ছিলেন, তাইজুল তখনো বল হাতে আলো ছড়িয়েছেন।

গত বছরের অক্টোবরে তাইজুলের ২০০তম টেস্ট উইকেটের কীর্তিতে অভিনন্দন জানিয়ে তামিম লিখেছিলেন, ‘অভিনন্দন তাইজুল ইসলাম। ২০০ টেস্ট উইকেট মানে বাংলাদেশের বাস্তবতায় দারুণ এক অর্জন। ৪৮ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া মানে আরও বড় অর্জন। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সবসময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে, দিনের পর দিন, বছরের পর বছর।’

তাইজুলকে গ্রেট বোলারদের সঙ্গে তুলনা করে তামিম লিখেছিলেন, ‘আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেল তার। বড় কোনো দলের ক্রিকেটার হলে হয়তো তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো।’

তামিমের পরিসংখ্যান বলে, ‘গত ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন তাইজুল। তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য এক সম্পদ। আবারও অভিনন্দন তাইজুল। পথের এখনো অনেক বাকি।’

Link copied!