ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৯

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৫:১৯ পিএম
বাংলাদেশ পুলিশের নতুর লোগো। ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৯৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও অন্যান্য ঘটনায় আরও ৫৮০ জন গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৯৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৪০ জন। এ নিয়ে ১৩৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে দেশীয় তৈরি একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি ম্যাগাজিন, ২৪ রাউন্ড গুলি, ৮ রাউন্ড তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, দুটি রামদা, দেশীয় অস্ত্র একটি, একনলা বন্দুক একটি এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

সারা দেশে এ বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এ কর্মকর্তা।