অস্ট্রিয়ার ভিয়েনা রাজ্য নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ভোলার মাহমুদুর রহমান নয়ন। ভিয়েনার ২৩ নম্বর ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন তিনি।
সাড়া জাগানো বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়।
রোববার (২৭ এপ্রিল) একই সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সিটি করপোরেশন এবং রাজ্য কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টি জয় লাভ করেছে। তবে ২৩ নম্বর ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির ৭ জন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
তাদের মধ্যে মাহমুদুর রহমান অন্যতম। ২০২০ সালে ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করে ২৩ নম্বর ডিস্ট্রিক্টের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এর মাধ্যমে তিনি অস্ট্রিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন।
অস্ট্রিয়ান তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়নের বাবা মাহবুবুর রহমান চার দশকের বেশি সময় অস্ট্রিয়ান প্রবাসী।