সম্প্রতি কয়েকজন টেলিভিশন সাংবাদিকের চাকরিচ্যুতি নিয়ে সামাজিক মাধ্যমে চলমান আলোচনার প্রেক্ষিতে মুখ খুলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি জানিয়েছেন, সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনায় তার কোনো "প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা" নেই।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফারুকী লিখেছেন, "এই বিষয়ে সংশয় থাকলে ওই চ্যানেলগুলার সঙ্গে যোগাযোগ করলেই সবাই সত্য জানতে পারবেন। অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো।"
তিনি আরও বলেন, "ম্যাস মার্ডার ডিনায়ালের একটা সূক্ষ্ম চেষ্টা থেকে কালকের প্রেস কনফারেন্সে যে কথাগুলা বলেছেন তিনজন সাংবাদিক, সেই কথাগুলা জুলাই দেখেছে এমন যেকোনো সেনসেটিভ মানুষকেই আহত করতে পারে।"
ফারুকী লিখেছেন, ২০২৩ সালের জুলাই মাসে সংঘটিত জনতার ট্রাজেডির পরও খুনীদের নিয়ে প্রশ্ন তোলা এবং তাদের 'খুনী' বলা যাবে কি না, এমন প্রশ্ন জাতিকে আহত করে।
তিনি বলেন, “প্রেস কনফারেন্সে সাংবাদিকদের কথাগুলো আমাকে বিস্মিত করলেও আমি ধৈর্য ধরে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। পরে সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।
আমি গতকাল সন্ধ্যায় জানতে পেরেছি যে কিছু চ্যানেল তাদের চাকরিচ্যুত করেছে। এটি সংশ্লিষ্ট চ্যানেলগুলোর নিজস্ব সম্পাদকীয় নীতির বিষয়। এতে আমার কোনো ভূমিকা নেই।”
ফারুকী অভিযোগ করেন, “কেউ কেউ অনলাইনে প্রচার করছে যে আমাকে প্রশ্ন করার কারণে চাকরি গেছে সাংবাদিকদের। এটি হাস্যকর দাবি।”
তিনি তার পোস্টে সবার উদ্দেশ্যে স্পষ্ট করে বলেন, “ফর দ্য রেকর্ড: তাদের চাকরির ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোরকম সংশ্লিষ্টতা নাই।”