জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্যারোলে মুক্তির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
তবে আদালত তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) প্যারোলে মুক্তির আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।
জানা গেছে, দীপু মনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর পাশে থাকতে মুক্তি চান।
ডা. দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।
এরপর গত ১৩ আগস্ট ঢাকার মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে হাজারো ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশ নেন। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে বহু মানুষ হতাহত হন।
মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় ১৯ জুলাইয়ের এক মিছিলে পুলিশের গুলিতে স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ডা. দীপু মনির বিরুদ্ধে দায়ের করা মামলাটিও এ ঘটনার সূত্র ধরেই।
তদন্ত সংস্থা জানায়, তার বিরুদ্ধে গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার প্রমাণ পাওয়া গেছে।
আপনার মতামত লিখুন :