ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী সৌদি আরব: সৌদি রাষ্ট্রদূত

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ১১:৫৩ পিএম

দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী সৌদি আরব: সৌদি রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলান। রোববার (২৭ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত জানান, সৌদি দূতাবাস প্রতিদিন বিপুল সংখ্যক ভিসা ইস্যু করছে এবং ইতোমধ্যে সৌদিতে ৩০ লাখ বাংলাদেশি কর্মী যুক্ত হয়েছে।

সাক্ষাতে পররাষ্ট্র সচিব সাম্প্রতিক উন্নয়ন ও সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রদূত ঢাকায় একটি আইকনিক মসজিদ ও আরবি ভাষা ইনস্টিটিউট স্থাপনসহ বিভিন্ন সৌদি প্রকল্প দ্রুত বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন। এছাড়া আসন্ন ২০৩৪ ফুটবল বিশ্বকাপসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

উভয়পক্ষ রাজনৈতিক পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) ও জনশক্তি বিষয়ক যৌথ টেকনিক্যাল কমিটির (জেটিসি) মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মত প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!