ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

শনিবার ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৯:২৯ এএম

শনিবার ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট দুই দিনের শুভেচ্ছা সফরে শনিবার (১৬ নভেম্বর) ঢাকায় আসছেন। এই সফরটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক গভীরতর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সফরের সময় একাধিক বৈঠকে ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পাবে।

সফরে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন, মৌলিক মানবাধিকার, এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এ সফরে তিনি বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

ক্যাথরিন ওয়েস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে চীন, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিষয়ক দায়িত্ব পালন করেন। এছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা, রপ্তানি নিয়ন্ত্রণ, এবং অর্থনৈতিক কূটনীতিতে যুক্তরাজ্যের অবস্থানকে সুরক্ষিত রাখতে তার ভূমিকা রয়েছে।

এটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্যের কোনো উচ্চপদস্থ নেতার প্রথম বাংলাদেশ সফর। ক্যাথরিন ওয়েস্টের এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষত আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে।

রূপালী বাংলাদেশ

Link copied!