ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

শহীদ নূর হোসেন দিবস আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৮:৫৬ এএম

শহীদ নূর হোসেন দিবস আজ

ফাইল ছবি

ঢাকা: আজ শহীদ নূর হোসেন দিবস, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ এবং অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের ১০ই নভেম্বর স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নামেন নূর হোসেন, যিনি নিজের বুকে-পিঠে "গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক" শ্লোগান লিখে আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। স্বৈরাচারের লেলিয়ে দেওয়া বাহিনী গুলি চালিয়ে তার প্রাণ কেড়ে নিলেও, এই ত্যাগ আন্দোলনকে আরও বেগবান করে তোলে এবং তা এক ঐতিহাসিক মোড়ে এসে পৌঁছায়।

নূর হোসেনের আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও তীব্রতর হয়, যা ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতনে গড়ায় এবং দেশে বহুল প্রতীক্ষিত গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ঘটে। সেই থেকে শহীদ নূর হোসেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীকে পরিণত হন।

প্রতিবছরের মতো আজও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে শহীদ নূর হোসেন স্কোয়ারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, সেমিনার এবং তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত অন্তর্ভুক্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!