ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

শহীদ মিনারে আজ ‘মার্চ ফর ইউনিটির’ কর্মসূচি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৭:৩১ এএম

শহীদ মিনারে আজ ‘মার্চ ফর ইউনিটির’ কর্মসূচি

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।

সরকার গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা জানানোর পর, জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে ছাত্র ও নাগরিক কমিটির নেতারা বৈঠকে বসেন। আলোচনার পর দলমত নির্বিশেষে সবাইকে আজকের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম সরকারের ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, সংগঠনে কোনো বিভাজন নেই এবং সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে সব সিদ্ধান্ত নেওয়া হয়।

‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি বৈষম্য দূরীকরণে জাতীয় ঐক্যের বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!