ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

স্বাগত ২০২৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১২:২০ এএম

স্বাগত ২০২৫

ছবি: রূপালী বাংলাদেশ

নতুন সূর্যের আলোয় গোটা বিশ্ব স্বাগত জানাচ্ছে খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫। মধ্যরাত থেকে দেশজুড়ে শুরু হয়েছে নববর্ষ উদযাপন। থার্টি ফার্স্ট নাইটের চাঞ্চল্য আর উৎসবমুখর পরিবেশকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে মানুষের স্রোত। আতশবাজি, ফানুস, কনসার্ট ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে দেশবাসী বরণ করেছে নতুন বছরকে। 

বিদায়ী বছর ২০২৪ ছিল নানা ঘটনার সাক্ষী। দেশীয় রাজনীতিতে ব্যাপক পরিবর্তন, অর্থনৈতিক সংকট, নির্বাচনোত্তর উত্তেজনা এবং আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ ও অস্থিরতার মধ্যেও মানুষ এগিয়ে গেছে নতুন আশা নিয়ে।

বিশেষত বাংলাদেশে ২০২৪ সাল ছিল রাজনৈতিক উত্তাপ ও পরিবর্তনের বছর। ১৭ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, যা ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে। তবে এর জন্য দেশের মানুষকে চরম মূল্য দিতে হয়েছে। গণঅভ্যুত্থান ও রক্তক্ষয়ী আন্দোলনের কারণে প্রাণ হারিয়েছে প্রায় দুহাজার মানুষ। আহতের সংখ্যা ছাড়িয়েছে বিশ হাজার। 

২০২৫ সালে দেশের মানুষের প্রত্যাশা—শান্তি, স্থিতিশীলতা, এবং অর্থনৈতিক উন্নয়ন। নতুন সরকার দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার করেছে।

নতুন বছরের প্রথম প্রভাতে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে প্রার্থনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিকনিক। মানুষ পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন উদ্যমে পথ চলতে চায়।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে, নতুন সম্ভাবনার আলোয় আলোকিত হোক বাংলাদেশ। ২০২৫ সাল সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও উন্নতি।

রূপালী বাংলাদেশ

Link copied!