ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
সচিবালয়ে ভয়াবহ আগুন

৭ নম্বর ভবনে যেসব মন্ত্রণালয়ের অফিস

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৮:০৬ এএম

৭ নম্বর ভবনে যেসব মন্ত্রণালয়ের অফিস

ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আটটি ইউনিট কাজ করলেও পরে তা বাড়িয়ে ১৯টি করা হয়। আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও এপিবিএন সদস্যরা সহায়তা করছেন।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!