বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
জামায়াতের আমির

ধর্ম যার যার, বাংলাদেশ সবার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৩:০৮ পিএম

ধর্ম যার যার, বাংলাদেশ সবার

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’। শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় বাংলাদেশের সকল নাগরিকের মর্যাদার কথা তুলে ধরে জামায়াতের আমির বলেন, ধর্মীয় বৈষম্য এবং সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজন করে দেশের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা হয়েছে। তিনি এই বিভাজন তুলে ধরে বলেন, ‘ইসলাম কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করতে পারে না, অন্য ধর্মও অন্য ধর্মের ওপর জোর খাটাতে পারবে না।’

তিনি আরও বলেন, জামায়াতের কর্মীরা কখনোই কোনো অপকর্মে জড়িত ছিল না এবং তারা এগুলোর বিচার চাইছেন। ২৪-এর গণহত্যার বিচারকেও গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সবগুলো খুনের বিচার হতে হবে, বিশেষ করে ২৪-এর গণহত্যার বিচার।”

এছাড়া, তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বক্তব্যের বিষয়ে পুলিশ বাহিনীকে সতর্ক করে বলেন, ‘বেনজীরের ফাঁদে পা দেবেন না।’

কক্সবাজার জেলা জামায়াতের এই কর্মী সম্মেলনটি কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এবং এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরবি/এফআই

Link copied!