বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

নাহিদ-হাসনাতের সঙ্গে ছবি পোস্ট, যা বললেন সারজিস

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৬:৫৮ পিএম

নাহিদ-হাসনাতের সঙ্গে ছবি পোস্ট, যা বললেন সারজিস

সম্প্রতি ফেসবুকে ঐক্যের বাণী দিয়েছেন সারজিস আলম। ফ্যাসিবাদ ও বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে সারজিস লিখেছেন,  আমরা ঐক্যবদ্ধ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা লিখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি লিখেন, মতপার্থক্য হবে, পক্ষে বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে আবার ভুল থেকে সংশোধন হবে কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও নিজের ছবি সংবলিত ঐ পোস্টে তিনি লিখেন, ৬ জুন সকাল থেকে একসাথে যে পথচলা শুরু হয়েছিল সেটা খুনি হাসিনার পতন পর্যন্ত পৌঁছেছিল। কারণ আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ ছিলাম। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।  

মতপার্থক্য হবে, পক্ষে বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে আবার ভুল থেকে সংশোধন হবে কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ২৪ এর গনহত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ, যেকোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

এদিকে সারজিসের এই পোস্ট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।  
 

রূপালী বাংলাদেশ

Link copied!