মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

দুদক পরিচালককে অব্যাহতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৭:০২ পিএম

দুদক পরিচালককে অব্যাহতি

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক কাজী সায়েমুজ্জামানকে তদন্ত থেকে অব্যাহতি দিয়েছে সংস্থাটি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে তাকে উক্ত তদন্তের দায়িত্ব থেকে সরানো হয়েছে। একইসঙ্গে সরকারি কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতিমালা ভঙ্গ করে পোস্ট দেয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করে কেন্দ্রীয় ব্যাংক। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের কাছে পাঠানো এক চিঠিতে অভিযান বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া কাজী সায়েমুজ্জামানের বিভিন্ন মন্তব্যের বিষয়ে আপত্তি জানানো হয়। গত সপ্তাহে এই চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পরিচালক।

চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানায়, এ ধরনের মন্তব্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নীতিমালার পরিপন্থী।

আরবি/এসবি

Link copied!