শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

প্রতিটি গুমের বিচার হবে, এটি নিশ্চিত করতে হবে: আইন উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১১:০৩ এএম

প্রতিটি গুমের বিচার হবে, এটি নিশ্চিত করতে হবে: আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘মামলার এজাহার সুন্দর করে লিখুন, তথ্য দিন। হুটহাট কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন। আমরা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গত ১৫ বছর ধরে অরাজকতা, গুম ও খুন হয়েছে, প্রতিটি হত্যার বিচার হতে হবে এবং এই বার্তা দিতে হবে।’

মঙ্গলবার রাজারবাগে মানবাধিকার ও পরিবেশ আইন নিয়ে আয়োজিত কর্মশালায় আইন উপদেষ্টা এ মন্তব্য করেন। কর্মশালায় পরিদর্শক থেকে ডিআইজি পর্যন্ত ৩০০ পুলিশ কর্মকর্তা অংশ নেন।

তিনি বলেন, ‘মবতন্ত্র ভয়াবহ আকার ধারণ করেছে, তবে বিচার বিভাগসহ প্রতিটি প্রতিষ্ঠান যদি সঠিকভাবে কাজ করে, তবে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, আইনের ভুল প্রয়োগ হয়েছে, উচ্চ আদালতও রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব স্বাধীনভাবে পালন করবে।’

তিনি উল্লেখ করেন, ‘এফবিআইর মতো ডিটেইল লিখতে হবে, যা বিচারকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি গুমের বিচার হবে—এটি নিশ্চিত করতে হবে।’

আরবি/এফআই

Link copied!