বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

৬ দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১২:১৭ পিএম

৬ দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তারা ৬টি দাবি আদায়ে এই কর্মসূচি পালন করছেন, যার মধ্যে প্রহসনের বিচার বন্ধ, নির্দোষ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া এবং চাকরিতে পুনর্বহাল করার দাবি রয়েছে।

শহীদ মিনারের চারপাশে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে অনেকেই মাথায় স্লোগান সম্বলিত ব্যাচ পরেছেন। শহীদ মিনারের একপাশে একটি সামিয়ানা টাঙিয়ে রাত্রিযাপন ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে, যেখানে অনেকে বিশ্রাম নিচ্ছেন।

এসময় তাদের শ্লোগান ছিল, ‘বিজিবি না বিডিআর, বিডিআর বিডিআর’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’।

বিএম কামরুজ্জামান নামক একজন বিডিআর সদস্য বলেন, ‘তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা তার মসনদ বজায় রাখতে বিডিআর বাহিনীকে ধ্বংস করে নিরীহ সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। এটি বিদ্রোহ ছিল না, এটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হোক এবং চাকরিতে পুনর্বহাল করা হোক।’

এই অবস্থান কর্মসূচি আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, জানিয়েছে আন্দোলনকারীরা।

বিডিআরদের ৬ দফা দাবি হলো:

১. পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যে বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

২. এরইমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেল বন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে।

৩. গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি ২ এর (ঙ) নং ধারা বাদ দিতে হবে। একই সঙ্গে স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন, মূল ষড়যন্ত্রকারী, হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

৪. পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া ৫৭ সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ সর্বমোট ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

৫. স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআরের নাম ফিরিয়ে আনতে হবে।

আরবি/এফআই

Link copied!