বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সরকার চাইলে স্থানীয় নির্বাচন আগে আয়োজন করবে কমিশন: ইসি সানাউল্লাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০২:৫৫ পিএম

সরকার চাইলে স্থানীয় নির্বাচন আগে আয়োজন করবে কমিশন: ইসি সানাউল্লাহ

ছবি: সংগৃহীত

জাতীয় নাকি স্থানীয়, কোন নির্বাচন আগে হবে সেটি সরকারের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ। তিনি জানান, সরকার যে দিকনির্দেশনা দিবে, তার ভিত্তিতেই নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচনী প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে সানাউল্লাহ জানান, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুতি নিচ্ছে। তবে সরকার চাইলে স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজন করা হবে।

ইসি সানাউল্লাহ আরো বলেন, "সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে বড় কোন বাধা দেখছে না কমিশন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন আয়োজনে কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।"

বৈঠক শেষে, বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলিয়েন জানান, "বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইউএনডিপি সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।" তিনি বলেন, "আমরা বাংলাদেশে ইতিহাসের সেরা ভোট আয়োজনের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

নির্বাচন কমিশনের এই উদ্যোগের মাধ্যমে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার গুরুত্ব অপরিসীম, যা নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়ক হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!