আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই- এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ ফেব্রুয়ারি) ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমাকে প্রধান অতিথি বলায় একটু কষ্ট পেলাম। যেন আমাকে খেলার মাঠ থেকে বাইরে রাখা হলো। আমার তো হওয়া উচিত ছিল খেলার ক্যাপ্টেন। কিন্তু আমাকে করা হলো অতিথি।
তিনি আরও বলেন, আমরা যারা এ কক্ষে বসে আছি, তারাই সম্মিলিতভাবে বাংলাদেশ সরকার। এটি একটি মহাশক্তিধর সমাবেশ, যেখানে আমরা যা করি, যা চিন্তা করি, যা পরিকল্পনা করি, সেটাই সরকার।
তিনি উদাহরণ হিসেবে সরকারকে একটি ফুটবল বা ক্রিকেট টিমের সঙ্গে তুলনা করেন, যেখানে কৌশল এবং উদ্দেশ্য কী হবে, কী কাজ করতে হবে, তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারকে একটি টিম হতে হবে। এটি টিমওয়ার্ক। এটা এমন না যে আমি আমার মতো করলাম, আরেকজন তার মতো করলো। সেরকম করলে কোনো কাজই হয় না।
প্রধান উপদেষ্টা বলেন, যখন একটি টিম গঠন করা হয়, তখন কার কী করণীয় তা নিয়ে আলোচনার মাধ্যমে সবাই মিলে টিমওয়ার্কের মাধ্যমে সফলতা অর্জন করা যায়।
এটা তাঁর রাজনৈতিক দর্শন এবং সরকারের পরিকল্পনা নিয়ে যে দৃঢ় অবস্থান, তা প্রতিফলিত করে, যেখানে একটি শক্তিশালী টিমওয়ার্কের মাধ্যমে উন্নয়ন এবং সফলতা অর্জনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :