শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিনকে গুলি করে হত্যা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০১:১২ পিএম

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিনকে গুলি করে হত্যা

ফাইল ছবি

বিশ্বের প্রথম সমকামী ইমাম হিসেবে পরিচিত মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপটাউনের কেবেরহা শহরের বেথেলসডর্প এলাকায় স্থানীয় সময় শনিবার (১৬ ফেব্রুয়ারি) তিনি গুলিবিদ্ধ হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, হেনড্রিকস সমকামী ও অন্য প্রান্তিক মুসলিমদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত একটি মসজিদ পরিচালনা করতেন। গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সেখানে আরও বলা হয়েছে, হেনড্রিকস নিজের গাড়িতে কোথাও যাচ্ছিলেন। এ সময় অন্য একটি গাড়ি এসে পথ আটকে দেয়। এরপর মুখ ঢাকা দুজন বন্দুকধারী গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালায়।

পুলিশের বিবৃতিতে বলা হয়, গুলির পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িচালক খেয়াল করেন, পেছনের আসনে বসে থাকা মুহসিন হেনড্রিকস নিহত হয়েছেন।

ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেই ফুটেজ হাতে পেয়ে পুলিশ নিশ্চিত করেছে, এটি টার্গেট কিলিং। তবে হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। পাশাপাশি তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতিও আহ্বান জানিয়েছে ইস্টার্ন কেপ পুলিশ।

আরবি/এফআই

Link copied!