সার্ভার থেকে আর নাগরিকদের পুরো তথ্য পাবে না কোনো প্রতিষ্ঠানই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৭:১১ পিএম

সার্ভার থেকে আর নাগরিকদের পুরো তথ্য পাবে না কোনো প্রতিষ্ঠানই

ফাইল ছবি

তথ্য ফাঁস রোধে আগামীতে কোনো প্রতিষ্ঠানকেই সার্ভার থেকে নাগরিকদের পুরো তথ্য যাচাই করতে অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান যেসব তথ্য চেয়ে যাচাই করতে চাইবে, তা নির্বাচন কমিশন থেকে সঠিক না ভুল, তা জানাবে। তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য পেন্ডিং থাকা আবেদনগুলোর ৫০ শতাংশ ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে এবং দ্রুতই সকল আবেদন নিষ্পত্তি করার প্রক্রিয়া শুরু হবে।

মহাপরিচালক বলেন, আগে তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটেছিল, সেজন্য এখন নির্বাচন কমিশন থেকে একটি কমিটি গঠন করা হবে, যা অনুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও তদন্ত করতে পারবে। এ সময় তিনি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীদের সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রয়োজন বলে জানান।

তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্য রক্ষা এবং ফাঁস রোধে নতুন নিয়মাবলী গ্রহণ করা হবে। এর ফলে আগামীতে কোনো প্রতিষ্ঠান আর নাগরিকদের ব্যক্তিগত তথ্য যাচাইয়ের জন্য সার্ভারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে না।

এতে সরকারের পক্ষ থেকে নাগরিকদের তথ্য সুরক্ষিত রাখার ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!