বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

‘ডিসিদের ব্যবহার করে মানুষকে নিপীড়ন করেছে আওয়ামী লীগ’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৩:৩২ পিএম

‘ডিসিদের ব্যবহার করে মানুষকে নিপীড়ন করেছে আওয়ামী লীগ’

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার জেলা প্রশাসকদের (ডিসি) ব্যবহার করে মানুষকে নিপীড়ন এবং অত্যাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি দাবি করেছেন, বিগত সরকার আইন ও সংবিধান লঙ্ঘন করে ডিসিদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে।

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে আসিফ নজরুল আরও বলেন, ডিসিরা যদি আইন ও সংবিধান অনুসরণ করেন, তবে জনগণ প্রকৃত সেবা পাবে। বর্তমান সরকার ডিসিদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে।

আসিফ নজরুল জানান, ডিসিরা অবৈধ বালু উত্তোলনকারীদের জামিন দ্রুত না পেতে সতর্ক করেছেন, যদিও অ্যাটর্নি জেনারেল বলেছেন যে, আদালতের কাজই জামিন দেয়া।

এছাড়া, আইন উপদেষ্টা আরও বলেন, ডিসিরা শিক্ষার্থীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম চালুর প্রস্তাব করেছেন, বিশেষত এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর। জনশক্তি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যারা বিদেশে যেতে চায়, তাদের জন্য একটি ডাটাবেজ তৈরি করার প্রস্তাবও দেয়া হয়েছে।

আরবি/এফআই

Link copied!