তপন কুমার বিশ্বাসকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০১:৫৪ পিএম

তপন কুমার বিশ্বাসকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

তপন কুমার বিশ্বাস

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, তপন কুমার বিশ্বাসের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার তাঁকে জনস্বার্থে অবসর প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার অধীনে তাঁকে অবসর প্রদান করা হয়।

এছাড়াও, প্রজ্ঞাপনে জানানো হয় যে, তপন কুমার বিশ্বাস তাঁর বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। সরকারী চাকরি থেকে অবসর গ্রহণের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এ ধরনের পদক্ষেপ জনস্বার্থে নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!