রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:১৪ পিএম

রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকবে এবং জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি রাখা হবে।

তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, রেলওয়ে এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব বিধি অনুসারে অফিস সময়সূচি নির্ধারণ করবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন কোর্টগুলোর অফিস সময়সূচি সুপ্রিম কোর্ট নিজেই নির্ধারণ করবে।

আরবি/এফআই

Link copied!