বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

অপরাধের প্রধান হাতিয়ার হয়ে উঠছে মোটরবাইক

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ১০:২৯ এএম

অপরাধের প্রধান হাতিয়ার হয়ে উঠছে মোটরবাইক

ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ী ছিনতাইয়ের কবলে পড়েন। তাকে গুলি ও ছুরিকাঘাত করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায়। ছিনতাইয়ে তিনটি মোটর সাইকেল ব্যবহার করা হয়। পুলিশ দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখেছে যে মোটরসাইকেলে বনশ্রী থেকে ডেমরা সড়ক হয়ে নিরাপদে ঢাকা ত্যাগ করে ছিনতাইকারীরা।

শুধু এটিই নয়। বনশ্রীর ঘটনার কয়েকদিন আগে রাজধানীর উত্তরায় এক যুগলকে প্রকাশ্যে রামদা হাতে আঘাত করে দুই কিশোর। মূলত বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করে ওই যুগল হামলার শিকার হন। গত ১৭ ফেব্রুয়ারি ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এরইমধ্যেই গত ২৬ ফেব্রুয়ারি ধানমন্ডিতে ছিনতাইকারীদের কবলে পড়েন এক নারী। ভোরে রিকশায় চড়ে স্কুলে যাচ্ছিলেন তিনি। ধানমন্ডি ২৭ নম্বরের জেনেটিক প্লাজার সামনে এলে মোটরসাইকেলে আসা দুজন ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেয়।

 

রাজধানীতে এখন এমন অপরাধকান্ড অহরহ ঘটছে। আর এসব ঘটনায় বেশির ক্ষেত্রে মোটরসাইকেলের ব্যবহার করছে অপরাধীরা। অর্থাৎ ছোট-বড় অনেক অপরাধ কার্যক্রমের অনুষঙ্গ হয়ে উঠেছে এই দুই চাকার বাহনটি।

তবে মোটরসাইকেল ব্যবহার করে কী পরিমাণ অপরাধ সংঘটিত হচ্ছে পুলিশের কাছ থেকে সে রকম কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, অপরাধ সংঘটনের ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহারের ঘটনা প্রায়ই দেখা যায়। যার মূল কারণ অপরাধ করার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতেই এ ধরনের বাহন ব্যবহার করে অপরাধীরা।

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানায়, ঢাকা মহানগর এলাকায় এখন প্রায় ১২ লাখ নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে। সারা দেশে সংখ্যাটি প্রায় ৪৬ লাখ।

পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. সামছুল হক বলেন, ‘ছিনতাইয়ের প্রবণতাটা বাড়ে পালানোর সুযোগ কতটুকু আছে, তার ওপর ভিত্তি করে। মোটরসাইকেল এ সুযোগটা করে দেয় আমাদের দেশে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মোটরসাইকেল ব্যবহার করে অপরাধের ঘটনা আমরা প্রায়ই দেখি। দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে অপরাধীরা সাধারণত এটা ব্যবহার করে। পুলিশ সবসময় সব ধরনের অপরাধ প্রতিরোধে তৎপর রয়েছে, কাজ করে যাচ্ছে।’

সূত্র: বণিকবার্তা
 

এম/আর

Link copied!