বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখমাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নাহিদের সঙ্গে নগরীর গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলারের হোসেনের চারটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কল রেকর্ড ছড়িয়ে পড়ার পর নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দেয় রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
দুই মিনিট ৪১ সেকেন্ডের একটি অডিও কল রেকর্ডে অজ্ঞাত এক ব্যক্তির কাছে চাঁদা নিয়ে কথা বলতে শোনা যায় নাহিদকে। কথোপকথনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের (ডিসি) নামও উল্লেখ করেন নাহিদ হাসান।
কল রেকর্ডে নাহিদ অজ্ঞাত ব্যক্তিকে বলেন, ‘ডিসি আমাকে রাতে ফোন করেছিল, তারা কোনো স্টেপ নিবে কি না। আমি তাঁকে বলেছি, আমরা তাদের সঙ্গে (পার্ক মালিক) কথা বলছি। আমরা প্রতিদিন ২০ হাজার টাকা দাবি করেছি এবং ১ লাখ টাকা চাইছি বলে আপনাদের লোক বিচার দিছে। আমার মনে হয় সবকিছু আটকায় দেওয়া ভুল হয়েছে। রাতেই আমি ব্যবস্থা নিচ্ছি।’
উত্তরে শোনা যায়, ‘আপনি যদি বলেন, বালুর ব্যবসা বন্ধ করে দেব। আমি এক লাখ টাকা দিতে পারব না, তবে পাঁচ হাজার টাকা দিতে পারি।’
জবাবে নাহিদ বলেন, ‘আপনি ব্যবসা বন্ধ করবেন কেন? চালিয়ে যান। দরকার হলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। সংগঠন চালাতে যা প্রয়োজন, তা আপনার জানা আছে।’
শনিবার (১ মার্চ) সকালে নাহিদের চাঁদা দাবির কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে শোকজ নোটিশ পাঠায় রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো অবৈধ কর্মকাণ্ড প্রশ্রয় দেয় না উল্লেখ করে নোটিশে তাকে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
তবে এ বিষয়ে নাহিদ দাবি করেছেন, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
এ ব্যাপারে সংগঠনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষী প্রমাণিত হলে নাহিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :