মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ ও অপসারণের দাবি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৭:৪৫ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ ও অপসারণের দাবি

ছবি: সংগৃহীত

প্রকাশ্যে ধূমপান করায় রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষোভকারীরা। সোমবার (৩ মার্চ) ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে’ এর ব্যানারে বিক্ষোভকারীরা লালমাটিয়ায় এ বিক্ষোভ করেছে।

এর আগে শনিবার (২ মার্চ) লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিক লাঞ্ছিতের ঘটনা ঘটেছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ।

ওই ঘটনার বিষয়ে পরদিন সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতটুকু জেনেছি তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল। কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।’

এ সময় বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার ওই বক্তব্যের প্রতিবাদে এবং ওই দুই তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান। পরে তারা মিছিল সহকারে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন।  সেখান থেকে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেন বিক্ষোভকারীরা।

আরবি/জেডি

Link copied!