বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৫:৫২ পিএম

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিল মাসে ঢাকা সফর করবেন। এই সফরের প্রস্তুতি হিসেবে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি। তিনি ইতোমধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্র, সংস্কৃতি, বাণিজ্য ও পররাষ্ট্র সচিবদের সাথে একাধিক বৈঠক করেছেন।

ঢাকা সফরের উদ্দেশ্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত এক দশকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব পর্যায়ের কোনো বৈঠক হয়নি। সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন। তাই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসন্ন সফরের আগে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পাকিস্তানের এই অতিরিক্ত পররাষ্ট্রসচিব ঢাকা সফর করছেন।

এক বিজ্ঞপ্তিতে ঢাকার পাকিস্তান হাইকমিশন জানায়, ইমরান আহমেদ সিদ্দিকি ঢাকা সফরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র শক্তিশালী করার জন্য বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এসব বৈঠকে বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং মানুষের মধ্যে যোগাযোগসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ইমরান আহমেদ সিদ্দিকি পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে বৈঠক করেন, যেখানে তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। উভয় পক্ষ সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও বৃদ্ধির প্রতি সম্মতি জানিয়েছেন। তারা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা করেন।

এছাড়া, ইমরান আহমেদ সিদ্দিকি বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সাথে বৈঠক করেন, যেখানে দ্বিপাক্ষিক অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কের বিষয়েও আলোচনা করা হয়। দু’দেশের ক্রমবর্ধমান বাণিজ্য স্বীকার করে, তা আরও সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়।

ইমরান আহমেদ সিদ্দিকি সংস্কৃতি সচিব মো. আতাউর রহমানের সাথে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সংস্কৃতি সহযোগিতার ক্ষেত্রগুলো খতিয়ে দেখেন। এসময় সংগীত, সিনেমা, নাটক, দুই দেশের তরুণদের মধ্যে সংযোগ এবং মানুষের মধ্যে যোগাযোগ নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সাথে বৈঠকে, উভয়পক্ষই দ্বিপাক্ষিক ভ্রমণ সহজতর করতে সন্তোষ প্রকাশ করেছেন। বৈঠকে, দু‍‍`দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ভ্রমণ সহযোগিতা বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়েছে।

এভাবে, ইমরান আহমেদ সিদ্দিকির ঢাকা সফরের মাধ্যমে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র শক্তিশালী করা হচ্ছে, এবং তার আসন্ন ঢাকা সফরের আগে সম্পর্কের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!