অভিযান চালানোর অধিকার শুধু আইনশৃঙ্খলা বাহিনীর: স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৪:৩৪ পিএম

অভিযান চালানোর অধিকার শুধু আইনশৃঙ্খলা বাহিনীর: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অভিযান চালানোর অধিকার রাখে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে মব (উন্মত্ত জনতা) তৈরি হচ্ছে, এটি অস্বীকার করা যাবে না। জনগণকে সচেতন হতে হবে এবং উচ্ছৃঙ্খল আচরণ পরিহার করতে হবে।’

তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মব প্রতিরোধে তারা কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর অধিকার নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মহাসড়কে ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করছে। ‘রমজান ও ঈদকে কেন্দ্র করে ডাকাতি ও ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।,

আরবি/একে

Link copied!