সোমবার, ৩১ মার্চ, ২০২৫

তহবিল না পেলে রোহিঙ্গাদের বেঁচে থাকা কঠিন হবে: ডব্লিউএফপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৮:৪৫ পিএম

তহবিল না পেলে রোহিঙ্গাদের বেঁচে থাকা কঠিন হবে: ডব্লিউএফপি

ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের জন্য দ্রুত তহবিল পাওয়া না গেলে মাসিক রেশন কমিয়ে অর্ধেক করা হবে বলে সতর্ক করে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি। শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, অর্থায়নের অভাবে দেশের ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর খাদ্য সহায়তা হুমকির মুখে পড়েছে।

জাতিসংঘের এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি নতুন তহবিল পাওয়া না গেলে শরণার্থীদের মাসিক রেশন ১২.৫০ ডলার থেকে কমিয়ে ৬ ডলারে নামিয়ে আনা হতে পারে। আর এই সংকট এমন এক সময়ে শুরু হয়েছে, যখন শরণার্থীরা রমজান শেষে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

ডব্লিউএফপির রেশনের অংশ হিসেবে বর্তমানে রোহিঙ্গারা নির্ধারিত দোকান থেকে ভাউচারের বিনিময়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী খাবার কিনতে পারে। তবে পূর্ণ রেশন চালিয়ে যেতে এপ্রিলে জরুরিভাবে ১৫ মিলিয়ন ডলার এবং ২০২৫ সালের শেষ পর্যন্ত মোট ৮১ মিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএফপির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর ডম স্ক্যালপেলি বলেচেন, ‘রোহিঙ্গা শরণার্থী সংকট বিশ্বের বৃহৎ ও দীর্ঘস্থায়ী মানবিক সংকট। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। খাদ্য সহায়তা কমানো হলে তারা গভীর সংকটে পড়বে। এবং বেঁচে থাকার জন্য তাদের কঠিন সময় পার করতে হবে।’

সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আরও নতুন রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে, যার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যেতে পারে। এর ফলে, ইতোমধ্যে সংকটে থাকা শরণার্থী শিবিরগুলোতে আরও চাপ সৃষ্টি হয়েছে।

আরবি/জেডি

Link copied!