বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও, কমছে না বৈষম্য

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১০:১৯ এএম

দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও, কমছে না  বৈষম্য

ছবি: সংগৃহীত

দিন যত যাচ্ছে দেশে ই-কমার্স ও এফ কমার্স ব্যবসায় নারীর অংশগ্রহণ বাড়লেও তাদের অর্থনৈতিক মুক্তি আসেনি বলে মনে করেন নারী অধিকার কর্মীরা।

ই-ক্যাবের তথ্যমতে,  ই-কর্মাস খাতে নারীর অংশগ্রহণ প্রায় ২৫ শতাংশ। এ খাতের বাজার ৪০ হাজার কোটি টাকার মতো। এর মধ্যে প্রায় ৮ হাজার কোটি টাকার বাজার নারী উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে।  

নারী এখন আর কেবল গৃহস্থলীর কাজে সীমাবদ্ধ নয়। চাকরি ও ব্যবসায় পুরুষের পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করছেন। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হিসেবে, ই–কর্মাস খাতে নারী উদ্যোক্তা অংশগ্রহণ প্রায় ২৫ শতাংশ। তবে ফেসবুক ভিত্তিক ব্যবসায় নারীরা অনেক এগিয়ে। অনলাইন বেচাবিক্রির ৫ লাখ ফেসবুক পেজে ৫৫ ভাগই নারী উদ্যোক্তা।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সন্তান মেয়ে হলে উচ্চশিক্ষা নাকি তার বিয়ের জন্য বিয়ের জন্য অর্থ ব্যয় করব। এই যে স্বাধীনতা, এটা মেয়েদের নাই এখনো।

নারী অধিকার কর্মীরা বলছেন, উন্নয়নের সংগ্রামে নারীর অংশগ্রহণ অস্বীকার করার উপায় নেই। তাই নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে নারী পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা জরুরি।

আরবি/এসবি

Link copied!