নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৭:৫৩ পিএম

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংগঠনের এই সদস্যদের আটক করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণায় নেতৃত্বদানকারী সাইফুল ইসলামও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে হিযবুত তাহরীরের সমাবেশে অংশ নেওয়া সদস্যদের ধরতে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, “আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। হিযবুত তাহরীরের বেশ কিছু সদস্যকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তার করা হবে।”

এছাড়া, সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়ের করেছে পুলিশ।

আরবি/একে

Link copied!