স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা পদক্রম বাতিল করেছে। রোববার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৪ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, ৬ মার্চ তারিখে জারিকৃত গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ে ‘প্ররক্ষা নির্দেশিকা ২০২৫’ এর কার্যকারিতা বাতিল করা হলো। এই আদেশে সই করেছেন উপসচিব মো. আমিনুল ইসলাম।
এদিকে, রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার অধীনে প্রধান বিচারপতিসহ বিচার বিভাগের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের কারণে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৮ মার্চ তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
এই পদক্ষেপটি রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত নানা বিতর্ক ও আইনগত অস্বস্তির পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :