এক রাতেই হটলাইনে ১০৩ নারীর অভিযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৮:০৮ পিএম

এক রাতেই হটলাইনে ১০৩ নারীর অভিযোগ

ছবি: সংগৃহীত

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইন চালু করেছে পুলিশ।

এতে অনেকেই অভিযোগ জানাচ্ছে। পুলিশ বলছে, হটলাইন চালুর প্রথম রাতেই শতাধিক নারী কল করেছেন।

তবে তাদের সবাই নির্যাতনের বিষয়ে কল করেনি। অর্ধেকের বেশি নারীর কল ছিল অপ্রাসঙ্গিক কারণে।

সোমবার বিকেল ৪টা থেকে ওই হটলাইন  (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) চালু করে পুলিশ সদরদপ্তর।

 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত পুলিশের হট নম্বরে ১০৩টি অভিযোগ করা হয়।

তবে ৬২টি অভিযোগ ছিল অপ্রাসঙ্গিক।

এগুলো ছিল- কারো টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি।

তবে বাকীগুলো ছিল প্রাসঙ্গিক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাসঙ্গিক অভিযোগের বিপরীতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়।

‘প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে থানার অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

তবে যেসব অভিযোগের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।
 

আরবি/ফিজ

Link copied!