ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক শুরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১০:৫৩ এএম

ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক শুরু

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন, রোহিঙ্গা সংকট এবং মানবাধিকার বিষয়গুলো গুরুত্ব পাবে। এরপর সন্ধ্যায় কক্সবাজারে ড. ইউনূস ও গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের বৈঠক শুরু হয়। এর আগে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান গুতেরেস। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ, গুতেরেস ও ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। এছাড়া গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে বসবেন।

আরবি/এফআই

Link copied!