সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আজ বৈঠকে বসবে ইসি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১০:১২ এএম

আজ বৈঠকে বসবে ইসি

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এই ১৯ দেশের মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে নির্বাচন কমিশন।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ঢাকায় নিযুক্ত ১৯টি দেশের মিশন প্রধানদের নিয়ে এ উচ্চ পর্যায়ের ব্রিফিং হবে। অতিথিদের অভ্যর্থনা ও আনুষ্ঠানিকতা পরিচালনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাতজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

আরবি/শিতি

Link copied!