বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০১:১৮ পিএম

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আরশাদ (২২)। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১১ বছর আগে এ ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের আদালত এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

আদায় করা জরিমানা আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রয় করে ক্ষতিগ্রস্ত ও তার পরিবারকে দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ)।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আসামি আরশাদ দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাড়িতে  ধর্ষণ করে। ওই ঘটনায় ৫ সেপ্টেম্বর একটি মামলা হয়। মামলাটি বিচার চলাকালে আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।

 

আরবি/এসএম

Link copied!