জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রথম আলোচনায় অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং পরবর্তীতে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনা চলবে।
বৈঠকে এলডিপির সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে একটি ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ সাকলায়েন ও অধ্যাপক ওমর ফারুকও এতে উপস্থিত থাকবেন।
জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করেছে। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী দলগুলোর মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছিল। তবে, এখনও বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য ২৩টি দল তাদের মতামত জমা দেয়নি। বিএনপি আগামী সপ্তাহে এবং জামায়াত ও এনসিপি কয়েকদিন সময় চেয়েছে।
গণতান্ত্রিক উত্তরণের পথে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দুটি ধাপে ১১টি কমিশন গঠন করে। এর মধ্যে প্রথম ধাপের ছয়টি কমিশনের প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :