যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ’৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং চব্বিশের গণঅভ্যুত্থান সেই স্বাধীনতা রক্ষা করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত ১৬ বছরে স্বাধীনতার যে ধারণা ছিল, তা নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা মনে করি, দেশের প্রতিটি নাগরিক যতক্ষণ না মনে করবে সে স্বাধীন, তার বাকস্বাধীনতা আছে, তার মতপ্রকাশের স্বাধীনতা আছে, ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হলেও তা কোনো লাভজনক হবে না।
উপদেষ্টা আরও বলেন, ’৭১-এ অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার অন্যতম লড়াই হচ্ছে চব্বিশের গণঅভ্যুত্থান।
উল্লেখ্য, আজ জাতি ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ’৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টামণ্ডলীসহ বিভিন্ন রাজনৈতিক দল।
আপনার মতামত লিখুন :