বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন ড. মুহাম্মদ ইউনূস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৯:১৩ এএম

পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন ড. মুহাম্মদ ইউনূস

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা দিবেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এই তথ্য জানান।

আবুল কালাম আজাদ বলেন, অধ্যাপক ইউনূস শনিবার ( ২৯ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত হবেন। পিকিং বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। 

চার দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার চীন যান প্রধান উপদেষ্টা। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। শীর্ষ বৈঠকে বড় পরিসরে কথা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে।

এর আগে বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

চীন সফর শেষে অধ্যাপক ইউনূস আজ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: বাসস

আরবি/শিতি

Link copied!