মিয়ানমার বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
দেশটিতে ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে। অনেক রাস্তাঘাট, ব্রিজ লন্ডভন্ড হয়ে গেছে।
এখন পর্যন্ত হাজারের অধিক হতাহতের খবর পাওয়া গেছে।
এই ঘটনায় সহযোগীর হাত বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ।
উদ্ধার কাজে যেমন সহযোগিতা করবে
তেমনি ঔষধ, ত্রাণসামগ্রী এবং মেডিকেল সহায়তাও দিবে বাংলাদেশ।
বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।
আইএসপিআর জানায়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ঔষধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদান করবে।
এজন্য বিশেষ বিমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল আগামীকাল রোববার মিয়ানমারে যাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আপনার মতামত লিখুন :